হবিগঞ্জের বানিয়াচং এর নাগুড়া ফার্মের পাশের জমিতে প্রস্তাবিত কৃষি বিশ্বদ্যিালয় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর রবিবার বিকাল ৪ঘটিকার সময় বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের হিয়ালা বাজার মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাজিদ আলী তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম চৌধুরী,ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ,সাধারন সম্পাদক সাহেদ মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, বানিয়াচংয়ের নাগুড়া ফার্মের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে সরকারের হাজার কোটি টাকা সাশ্রয় হবে।
কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের এটাই হবে সবচেয়ে উপযুক্ত স্থান।