অবশেষে হারের বৃত্ত ভাঙল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারাল টাইগাররা। অর্ধশতক হাঁকিয়ে জয়ের নায়ক আফিফ হোসান। তাকে যোগ্য সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৮ চার আর ১ ছয়ে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরার আগে দলকে জয়ের বন্দরে রেখে যান আফিফ। আর ৩০ রান করা মোসাদ্দেক জয় নিয়েই মাঠ ছাড়েন।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪৪ রান করে জিম্বাবুয়ে। টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ। ওপেনিং থেকে শুরু করে টপ অর্ডার সবাই ব্যর্থ। নামের প্রতি কেউ সুবিচার করতে পারেননি।
স্কোর: ১৪৮/৭ (১৭.৪)
লিটন দাস ১৯ (১৪)
সৌম্য সরকার ৪ (৭)
সাকিব আল হাসাস ১ (৩)
মুশফিকুর রহিম ০ (১)
মাহমুদুল্লাহ ১৪ (১১)
সাব্বির রহমান ১৫ (৯)
মোসাদ্দেক হোসেন ৩০* (১৭)
আফিফ হোসেন ৫২ (১৬)
সাইফুদ্দিন ৬* (২)
বোলার:
শন উইলিয়ামস ৩-০-৩১-০
কাইল জার্ভিস ৩-০-১৮-২
টেন্ডাই চাতারা ৩-০-২২-১
রায়ান বুরল ৩-০-২৭-০
নেভিল মাদযিবা ৩.২-০-২৫-২