১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৪:৩২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

অসামাজিক কার্যকলাপের দায়ে হবিগঞ্জের তিন আবাসিক হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ অসামাজিক কার্যকলাপের দায়ে হবিগঞ্জের তিনটি আবাসিক হোটেলকে জরিমানা করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩০ মে) অভিযান চালিয়ে হোটেলগুলোকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে হোটেল শাপলা থেকে এক যুবককে আটক করে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মো. আব্দুল খালেক।

তিনি জানান- শহরের সিনেমা হল রোড এলাকার হোটেল শাপলায় অসামাজিক কার্যকলাপ চলার সুযোগ দেয়ায় মালিক মহিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবককে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

একই এলাকার সিহাব রেস্টুরেন্টের রেজিস্ট্রেশন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। মাঝে ওই হোটেল মালিককে ওয়ার্নিংও দেয়া হয়েছিল।

অপরদিকে শ্মশানঘাট সড়কের রোজভিউ হোটেলকে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে আগেই রোজভিউ হোটেল কর্তৃপক্ষ সতর্ক হয়ে যায়।

মাধবপুরে হাইওয়ে ইনকে ৩০ হাজার টাকা জরিমানা

অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান।