জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরিগঞ্জ জলসূখা বাজার পরিচালনা কমিটি গঠন

আজমিরিগঞ্জ উপজেলা ৩নং জলসুখা ইউনিয়নের ২ (দুই) বছর মেয়াদে ২৩ (তেইশ) সদস্য বিশিষ্ট বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়।

গত ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০( দশ) টায় জলসুখা বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে সবার ঐক্য মতে ৬ (ছয়) জন সম্মানিত উপদেষ্টা ও ৯( নয়) জন সম্মানিত সদস্য নিয়ে এই কমিটির প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাজার পরিচালনা কমিটির সভাপতি ৩নং জলসুখা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু মিয়া, সহ সভাপতি সালাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শেখ জুনায়েদ আহমেদ , যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ মোঃ এলাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জামির, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার চৌধুরী, চার সম্পাদক মোঃ সোহেল মিয়া৷

উপদেষ্টা মন্ডলীরা হলেন আবু হানিফ, ডাঃ শফিকুল ইসলাম, বাবু কালীপদ পাল, বাবু উমাকান্ত দেবনাথ, বাবু শিশু গোপ, জনাব রমজান মিয়া, সদস্য জনাব তোফায়েল হোসেন লিটন, বাবু রনজিত দেবনাথ, বাবু বাবুল গোপ, মোজাফফর মিয়া, আনোয়ার হোসেন, মোঃ ফজলে রাব্বি মিঠু মিয়া, সেবলু মিয়া, বাবু নিরদ দেব,বাবু দেবু রায়। নির্বাচিত নতুন কমিটিকে বাজার ব্যবসায়ী ও দোকান মালিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।