ফরহাদ চৌধুরী, আজমিরীগঞ্জ, হবিগঞ্জঃ
সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার পাঁচটি আশ্রয়ণ কেন্দ্রে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বিকাল চারটায় পৌরসভার আজমিরীগঞ্জ মিয়াধন মিয়া মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ কেন্দ্রে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা সালেহা সুমী।
প্রথমদিনের ত্রাণ বিতরণে মিয়াধন মিয়া মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে অবস্থানরত ১০৬ টি এবং আজমিরীগঞ্জ এ্যমালগেটেড বীর চরণ (এএবিসি) সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে ৩৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
যার মধ্যে রয়েছে ২০ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম সুজি,৫০০ গ্রাম পেয়াজ,৫০০ গ্রাম চিনি,১ প্যাকেট বিস্কুট, ১টি বড় মোমবাতি এবং টর্চলাইট যুক্ত একটি লাইটার৷
ত্রাণ বিতরণ কালে পৌর কর্তৃপক্ষের সাথে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম, এল জি ই ডির উপ-সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম, কাউন্সিলর স্বপন বনিক, জ্যোতিষ কুড়ি, জেবিনা আক্তার এল জি ইডির সার্ভেয়ার আপেল মাহমুদ মেহেদী, প্রমুখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা সালেহা সুমী জানান, পৌরসভার পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। আমরা পৌরসভার সব ক’টি আশ্রয়ণকেন্দ্রে যতগুলো পরিবার রয়েছে সবার কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিবো।