হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জনের প্রাণহানি ঘটেছে।
আজ শনিবার (৬ জুন) সকাল ৯ টায় আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে সদর ইউনিয়নের রনিয়া গ্রামের হাওরে মাছ ধরতে যায় পাঁচ যুবক।
এসময় বজ্রপাত হলে মারফত আলী (১৭), রবিন মিয়া (১৭) ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আহত হন আরো ৩জন। আহতরা হলেন- মাহাবুর মিয়া(১৩), পলাশ মিয়া (১৫), আল আমিন (১৮)।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন তরফদার নিহতদের বিষয়টি নিশ্চিত করেন।