হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জমি দখলকৃত সাইনবোর্ডসহ দখল মুক্ত করেন আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।
জানা যায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) আনুমানিক দুপুর বেলা ২:৩০ ঘটিকায় সময় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের দখলকৃত জমির সাইনবোর্ড উঠিয়ে সরকারি জমি উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলামের নেতৃত্বে প্রায় ১ একর জমি উদ্ধার করা হয়।
এই বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক জানান, এটা আমাদের নিয়মিত কাজ, আরোও যদি এধরণের জমি দখলে থাকে আমরা দখল মুক্ত অভিযান চালিয়ে যাব।
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃমুজিবুল ইসলাম বলেন, আমরা প্রায় ১ একর জমি উদ্ধার করেছি ও অবৈধভাবে সকল সাইনবোর্ডগুলো অপসারন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।