হবিগঞ্জ আদ-দ্বীন মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সম্পন্ন।
আজ ২৫ই রামাদ্বান ০৫ এপ্রিল শুক্রবার উক্ত অনুষ্ঠান হবিগঞ্জ আদ দ্বীন মডেল মাদ্রাসার ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ তারেকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব শফিকুর রহমান সিতু, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট নুরুন্নবী উজ্জ্বল, অনন্তপুর এলাকার বিশিষ্ট মুরুব্বি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ হারুন, ইসলামি ব্যাংক কর্মকর্তা জনাব আবুল ফজল খান, মজিদ মন্ডল, রাগীব- রাবেয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক আইনুল হক প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কোর্সে এই প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীর পাশাপাশি আশেপাশের আরও ৩০ জন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।