32.7 C
Habiganj
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

একলা একা কবি রেজওয়ানা সমশাদ

একলা একা
রেজওয়ানা সমশাদ

কত মানুষ আছে সাদা রংয়ের
কত জনাই কালো
কত মানুষ আছে সব হারিয়ে
জানে বাসতে ভালো |

কত মানুষ আছে কষ্ট দিয়ে
পায় যে অনেক সুখ
কত জনই আছে কারো দুঃখে
কেঁদে ভাসায় বুক।

কেউ বা আছে রং ঢংয়ে হেটে
যায় হেলে দুলে,
কত মানুষ আছে পায়ের ছাপে ভাবে
পিঁপড়ে যেন না নুলে |

কেউ বা আছে নিজেকে নিয়ে
নিজেই শুধু ব্যস্ত
কেউ বা থাকে আরাম আয়েশে
অন্যকে করে পিষ্ট !

কত মানুষ চলছে যে রঙিন হাওয়ায়
ভোগ বিলাসে হয়ে মত্ত
কেউ বা আছে সাধারন জীবন ধারায়
ভালবাসায় হতে চায় সিক্ত |

কত জনা আছে অন্যকে মেরে
নিজেই সুখী হতে,
কেউ বা আছে নিজের সুখ
অন্যকে বিলিয়ে দিতে |

কত মানুষ আছে অধিক খেয়ে
অন্যের খেতে হয়ে যায় ন্যাস্ত,
কেউ বা আছে অল্পতে পেয়ে
হয়ে যায় তৃপ্ত !

মানুষ আছে দুনিয়া ভরা
সবাই কি মোরা মানুষ?
খোদার বিধানে চললে মোরা
পাবো সটিক হুঁশ |

এই দুনিয়ায় আছি মোরা ব্যস্ত
সবার নিয়ে সীমারেখা,
আসলে সব মানুষই নিজের কাছে
ভীষণ একলা একা -!

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার