ঐতিহ্যবাহী কোর্ট জামে মসজিদ ও মাদ্রাসায়ে হিফজুল কোরআন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ২০১৯ ইং উদযাপন করা হয়েছে।
গত ০৯ নভেম্বর ২০১৯ ইং শনিবার বাদ মাগরিব থেকে শুরু হয় নাতে রাসুল (সা.) মাহফিল। এরপর বাদ এশা থেকে ধারাবাহিক বয়ান শুরু হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ – ৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

মাহফিলে সভাপতিত্ব করেন, কোর্ট জামে মসজিদের সভাপতি ও হবিগঞ্জ জেলার মাননীয় জেলা প্রসাশক , জনাব কামরুল হাসান সাহেব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য পেশ করেছেন, হযরত মাওলানা মাহমুদুর রহমান চিশতি, মুহাদ্দিস,ক্বাদরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসা,মুহাম্মদপুর,ঢাকা।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, খতিব,কোর্ট জামে মসজিদ, হবিগঞ্জ।

বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা মুজিবুর রহমান আল কাদেরী, ইমাম ,কোর্ট জামে মসজিদ, হবিগঞ্জ।

রবিবার বাদ ফজর জশনে জুলুস শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।