ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ৪ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ১১ নং গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল৷
গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তিলাভের পর চেয়ারম্যান মুকুলকে সংবর্ধনা জানান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও সহসভাপতি এডভোকেট আবুল ফজলসহ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা৷
এসময় কয়েকশতাধীক গাড়ী ও মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে কারামুক্ত নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে হবিগঞ্জ শহর থেকে নবীগঞ্জ শহরের উপর দিয়ে নিজ এলাকা ফুলতলী বাজারে নিয়ে যান আওয়ামিলীগের নেতাকর্মীরা৷
রাতে শতাধীক গড়ীর শুভাযাত্রাটি ফুলতলী বাজারে গিয়ে পৌঁছলে স্হানীয় কয়েকশতাধীক জনতা এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেয়৷
উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্হানীয় কুচক্রীমহলের একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রায় ৪ মাস কারাগারভোগ করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল৷