সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা উত্তর হাবেলীর দরবার শরীফের পীরজাদা সৈয়দ রফিকুল হোসেনের স্ত্রী মরহুমা সৈয়দা হোছনা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) পীরজাদা আউলাদে রাসুল সৈয়দ জনি মিয়া ছোট হুজুরের আয়োজনে প্রতি বছরে ন্যায় এবারও তিনির মাতা প্রয়াত সৈয়দা হোছনা বেগম এর জন্য সারাদিন ব্যাপী নিজ বাসভবনে কোরআন খতম, কবরজিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ পরিচালনা করেন খান্দুরা উত্তর হাবেলী দাখিল মাদ্রসার সুপারেন্টেন্ড মাওলানা জহুরুল ইসলাম এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরজাাদা সৈয়দ রফিকুল হোসেন।
এতে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অসংখ্য আত্মীয় স্বজন, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মুসল্লী, ফকির মিসকিন সহ এলাকার লোকজন।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন ঐতিহাতিক মুড়ারবন্দ ১২০ জন আউলিয়ার দরবার শরীফের মোতওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি ও খান্দুরা উত্তর হাবেলী বড় হুজুর পীরজাদা আওলাদে রাসুল সৈয়দ মজিবুল হোসেন লিটন, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।
উল্লেখ্য সৈয়দা হোছনা বেগম বিগত ২০১৫ সালের ২৯ নভেম্বর এবং ১৪১২ বাংলা ১৫ ই অগ্রহায়ণ মৃত্যু বরন করেন।