হবিগঞ্জের চুনারুঘাটের বিতর্কিত টিকটকার ইব্রাহিম মুক্তার বিরুদ্ধে ধর্মীয় অনুভোতিতে আঘাত করে টিকটক তৈরী করায় চুনারুঘাট থানায় দুটি অভিযোগ করা হয়েছে। রবিবার দুপুরে
অভিযোগটি দুটি করেন উপজেলার রানীগাও গ্রামের মাওলানা তৌফিকুল ইসলাম শুয়াইবী ও সাংবাদিক কাজী সুজন।
অভিযোগে তারা উল্লেখ করেন সম্প্রতি টিকটকার ইব্রাহিম মুক্তা তাদের ফেইজ থেকে পবিত্র কোরআন মজিদের একটি সুরাকে ব্যঙ্গ করে টিকটক তৈরী করেছেন। যা সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে প্রতিহমান হয় ইসলামকে অবঙ্গা করা হয়েছে যা খুবই দুঃখজনক। এতে চুনারুঘাটসহ সারা হবিগঞ্জে মুসলমানদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার দুপুরে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান সাংবাদিক কাজী সুজন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, শনিবার থেকে এই বিতর্কিত টিকটক নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় ইব্রাহিম মুক্তাকে ধরতে পুলিশের দুটি টিম যায়। কিন্তু তারা দুজন ভোরেই বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।
তিনি তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সপোর্দ করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।