হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রাণীগাঁও বাজারে ছাগল হত্যার দায়ে বিলাল মিয়া (৪০) নামে একজন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে চুনারুঘাট উপজেলা পুলিশ।
তিনি চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামের মকবুল হোসেন প্রকাশ কনা মিয়ার পুত্র।
গতকাল সোমবার সন্ধ্যার পূর্বে রাণীগাঁও বাজারে কলা বিক্রিকালে একই এলাকার চান মিয়ার পুত্র শামছু মিয়ার একটি ছাগল বিলালের কলা খেয়ে ফেলে।
এতে ক্ষিপ্ত হয়ে বিলাল ছাগলটিকে আছাড় দিলে ঘটনা স্থলেই ছাগলটি মারা যায়। এসময় ছোট দুটি বাচ্চ মৃত মায়ের দুগ্ধ খেতে থাকে।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি সন্ধার পর স্থানীয়রা ২০ হাজার টাকায় রফাদফায় নিষ্পত্তি করার চেষ্টা করলেও উপজেলা প্রশাসনের নজরে আসায় চুনারুঘাট থানা পুলিশ রাতেই বিলালকে আটক করতে সক্ষম হয়।