হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অটো চালকের সাথে বাকবিতন্ডায় জনতার হাতে আটক হয়েছেন নিলফামারীর সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেল।
রবিবার (১৭ নভেম্বর) বিকালে চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া খোয়াই নদী সংলগ্ন ব্রিজের নিকট যানযটে পরে এক অটোরিকশা চালকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে গেলে রাগে ক্ষোভে সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেল ব্যক্তিগত পিস্তল বের করে ফাঁকা দুটি গুলি ছুঁড়েন।
তাৎক্ষণিক উক্ত স্থানে বেপরোয়া পরিবেশ সৃষ্টি হলে জনতার হাতে তিনি আটক হোন।পরে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে তাকে চুনারুঘাট থানায় নিয়ে আসেন।
তাৎক্ষণিকভাবে তিনি নিজেকে একজন সাবেক মেজর বলে পরিচয় দেন।
পরবর্তীতে জানা যায়, রানা মোহাম্মদ সোহেল হলেন একজন রাজনীতিবিদ,সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন সেনা কর্মকর্তা। তিনি নীলফামারী-৩ আসন থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য। তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নীলফামারী জেলা শাখার সহ সভাপতি। সোহেল বাংলাদেশ সেনাবাহিনীর মেজরও ছিলেন।
তিনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন কিছু জানা যায় নি।তবে ধারনা করা যাচ্ছে তিনি ভারতীয় চোরাই পথে দেশ ত্যাগ করার জন্য এসেছিলেন।
এ বিষয়য়ে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম হবিগঞ্জ নিউজকে জানান, দুপুরের দিকে জনতা থাকে আটক করে এবং পরবর্তীতে তার পরিচয় পাই আমরা। সর্বশেষ তাকে মাধবপুর সেনাবাহিনীর ক্যাম্পে হস্তান্তর করা হয়।