চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন ব্যপী ,বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এর উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মুক্তিয্দ্ধোা সাবেক কমান্ডার আঃ সামাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আঃ সামাদ মাষ্টার।
এতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ২০টি স্টল অংশ নিচ্ছে। আজ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী স্টলকে পুরস্কার প্রদান করা হবে।