চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় রঘুনন্দন পাহাড় থেকে যুবতীর লাশ উদ্ধারের তিন দিন পর পরিচয় পাওয়া গেছে।
বুধবার সকালে চুনারুঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) কে.এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- এঘটনায় নিহতের মা সন্ধ্যা রানী বাদী হয়ে চুনারুঘাট থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে মঙ্গলবার (৮ জানুয়ারী) বিকেলে চুনারুঘাট থানায় নিহতের মা সন্ধ্যা রানী সরকার লাশের ছবি দেখে সনাক্ত করেন।
নিহত যুবতী শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের নিরঞ্জন সরকারের কন্যা সুমা রানী সরকার (২৫)।
এর আগে ৬ জানুয়ারি উপজেলার রঘুনন্দন পাহাড় থেকে অজ্ঞাত যুবতীর (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। যুবতীর পরনে নীল রঙের শাড়ি ও কপালে সিদুর ছিল।