হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৬০ কেজি গাজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ৪ নভেম্বর আনুমানিক ৪.৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, এএসপি-আব্দুল্লা-আল-নোমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামের নয়াবাড়ীর আয়েশা সিদ্দিকী ভিলা বাড়ীর উঠান হইতে ৬০ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত ব্যাক্তি উপজেলার হাফটার হাওর এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে মোঃ রিয়াদ আলী (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ)/৪১ ধারায় হস্তান্তর করা হয়।