32.7 C
Habiganj
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এমপি আবু জাহির

নিজস্ব প্রতিনিধিঃ জাতিসংঘ ও আইপিইউ’র যৌথ আয়োজনে ‘পার্লামেন্টারী হিয়ারিং এট দি ইউনাইটেড নেশনস’ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গমন করেছেন সংসদ কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অ্যামিরেটস এয়াললাইন্স এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের উপ সচিব স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।

এমপি আবু জাহির ছাড়াও সম্মেলনে অন্যান্যের মাঝে যোগ দিবেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীন এমপি, আফম রুহুল হক এমপি, বেনজীর আহমেদ এমপি, মোঃ আব্দুস সোবহান মিয়া এমপি ও আহসান আদেলুর রহমান এমপি। এছাড়াও তাদের সাথে থাকবেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

আগামী ২৬ ফেব্রুয়ারি এমপি আবু জাহির বাংলাদেশে আসার জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে কথা রয়েছে।

এছাড়াও যুক্তরাষ্ট্র অবস্থানকালে সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার এবং হবিগঞ্জ সদর সমিতির পৃথক দু’টি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার