32.4 C
Habiganj
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

তরফদার ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার প্রদান

হবিগঞ্জে তরফদার ফাউন্ডেশন ও অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠন সমূহকে অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

তরফদার হিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল। বিশেষ অতিথি ছিলেন তরফদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউল হাসান তরফদার মাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বাপা হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন।

যে সব প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়, সেগুলো হলো-মানবসেবা সামাজিক সংগঠন ২টি, প্রাকৃতজন ২টি, সাবেক ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ২টি ও সবুজবাগস্থ মর্ডান হাসপাতাল এন্ড ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার ২টি।

যার একান্ত প্রচেষ্টা ও অর্থায়নে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে তিনি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান গলা বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান তরফদার।

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে।
ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

44,536FansLike
54,367FollowersFollow
4,359FollowersFollow
5,632SubscribersSubscribe

ক্যালেন্ডার