কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই হবিগঞ্জ জেলা যুবলীগ নতুন নেতৃত্ব পাবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।
তিনি বৃহস্পতিবার বিকালে সম্মেলনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেছেন।
আগামী ৩রা জুন অনুষ্ঠেয় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের আগমন এবং হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করে জেলা যুবলীগ।
এ সময় জাহাঙ্গীর কবির নানকের আগমন ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন সফল করতে যুবলীগের সকল ইউনিটের নেতাকর্মীকে তাদের দায়িত্ব সম্পর্কে অবগত করেন আতাউর রহমান সেলিম।
এ ছাড়াও বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রেখাছ মিয়াকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভাটি সঞ্চালনা করেছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ।
এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সদস্য ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নোমান আহমেদ, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তারা মিয়া, বানিয়াচং উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজিব, লাখাই উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল প্রমুখ।