জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে দাঙ্গার মামলা: সাংবাদিকসহ ৩২ জনের নাম, অজ্ঞাত ৫ হাজার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছেন শতাধিক। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে নবীগঞ্জ পৌরসভার আনমুনু ও তিমিরপুর গ্রাম এবং নবীগঞ্জ বাজারের মধ্যবাজার, শেরপুর রোড ও শান্তিপাড়া রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রাণ হারান তিমিরপুর গ্রামের বাসিন্দা ফারুক মিয়া। আহত হন অন্তত ১০০ থেকে ১৫০ জন।

এ সময় সংঘর্ষকারীরা বিভিন্ন দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। মামলার এজাহারে বলা হয়েছে, সংঘর্ষের ফলে আনুমানিক ৪ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ সদস্যরাও হামলার শিকার হন। পুলিশের এসআই ও কনস্টেবলসহ কয়েকজন সদস্য আহত হন বলে জানা গেছে। পরে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন:

আশাহিদ আলী আশা (৪২) – সাবেক ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি ও বর্তমান গণঅধিকার পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি,
সেলিম তালুকদার (৩৮) – দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক,
সাংবাদিক এম এ আহমদ আজাদ (৪৫),
বাদল মিয়া, নাবিদ মিয়া, সফিকুল ইসলাম নাহিদ, আমলগীর মিয়া, সাকিব মিয়া, রফিক মিয়া, এমদাদুল চৌধুরী, মিলন মিয়া, এমদাদুল হক, আশরাফুল ইসলাম, রবিউল হাসান মিলন, জহিরুল ইসলাম সোহেল, রাশেদ মিয়া, কাজল মিয়া, সাইফুর রহমান বাবু, নয়ন, সেজন মিয়া, সানু মিয়া, এনাম মেম্বার, হাসান মিয়া, নূর জামিল, বশির মেম্বার, ফজল কমিশনার, শেখ শিপন, রাকিব মিয়া, আলাউদ্দিন মিয়া (সাবেক কমিশনার), মহসিন মিয়া এবং নূরুজ্জামান।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের উৎস ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।