১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে  বিদ্যুৎতের ভোগান্তিতে নগরবাসী

শাহরিয়ার আহমদে শাওনঃ তীব্র অসনীয় গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস । গত তিন চার দিন ধরে দিনের বেশীর ভাগ সময় ঘন্টার পর ঘন্টা  বিদ্যুৎত বিছিন্ন থাকে নবীগঞ্জ শহরস্থ বিভিন্ন গ্রাম এলাকায়।

 

একদিকে রমজান মাস তীব্র গরম আরেক দিকে ঈদের কেনা কাটা করতে শত শত মানুষ ব্যস্ত বিপণী বিধান গুলোতে। আর নিরবিচ্ছিন্ন বিদুৎ না থাকায় ব্যবসায়ীরাও ব্যপক ক্ষতির সমক্ষীন হচ্ছেন।

ভুক্তভোগীরা  জানান, বছরে ২ টা ঈদ আর আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের কেনা কাটা শুরু করেছে মানুষ এমন সময় অহেতুক কারনে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যবসায় অনেক লস হচ্ছে।

রমজান মাসের গুরুত্বপূর্ণ সময় সেহেরি ইফতার ও তারাবীর সময়ও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিছিন্ন রাখা হয়।

সুপ্রিয় তালুকদার নামের এক ব্যবসায়ী জানান, দিনে অন্তত ১৫/১৬ বার কারেন্ট নিয়ে রাখে এভাবে করতে থাকলে ঈদের সিজনের যে ব্যবসা সেটা আর করতে পারব না

মা কনফেকশনারির মালিক বলেন, ঘন্টার পর ঘন্টা কারেন্ট না থাকার কারনে ফ্রীজের অনেক মাল নষ্ট হয়ে যাচ্ছে। আইসক্রিম ঠান্ডা জাতীয় পূন্য  কোনও কিছুই বিক্রি করতে পারছি না । এভাবে চলতে থাকলে মাসের ঘর ভাড়া নিজের উপরে পড়বে।

এভাবেই অনেক ভুক্তভোগী ব্যবসায়ী ও নগরবাসী তাদের ক্ষোভ প্রকাশ করেন  পল্লি বিদুৎতের উপর।