করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের বিভিন্ন শর্তাবলী না মানায় নবীগঞ্জে ৩ টি মামলা হয়েছে। মামলায় ৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল থেকে বিকাল পযন্ত নবীগঞ্জ উপজেলার কাজির বাজার, শৈলা নতুনবাজার, ফার্মবাজারে এই অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।