25.2 C
Habiganj
১৩ এপ্রিল (মঙ্গলবার) ২০২১ খ্রিষ্টাব্দ
হোমজাতীয়নবীগঞ্জ বাহুবল আসনের এমপি মিলাদ গাজী করোনা আক্রান্ত

নবীগঞ্জ বাহুবল আসনের এমপি মিলাদ গাজী করোনা আক্রান্ত

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ (এমপি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির করোনা পজিটিভ এর রিপোর্ট আসে।

শাহনওয়াজ মিলাদ বলেন, “করোনার কোনো ধরনের উপসর্গ না থাকলেও ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় শনিবার (৩ এপ্রিল) সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসা কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। শনিবার বিকেলে করোনা পজিটিভের রিপোর্ট আসে। এরপর থেকে ঢাকায় আমার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছি।”

এমপি মিলাদ গাজী নবীগঞ্জ-বাহুবল বাসীসহ সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি সুস্থ্য আছেন বলে জানান।

উল্লেখ, গত শনিবার (২ এপ্রিল) সংসদ সদস্যের বড় ছেলে গাজী মোহাম্মদ ফাওয়াজ ও তাঁর স্ত্রীর করোনা পজিটিভ এর রিপোর্ট আসে।

সম্পর্কিত সংবাদ

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

95,640FansLike
1,432FollowersFollow
2,458FollowersFollow
2,145SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ