২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:১৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ফার্মেসী থেকে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার স্টাফ কোয়ার্টার রোডের সেফা ফার্মেসীর দোকান শ্রমিক স্বপন (২২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেফা ফার্মেসীর দোকান শ্রমিক হিসেবে কাজ করতেন স্বপন। প্রতিদিনের ন্যায় গতরাতে খাবার খেতে দোকান বন্ধ করে ঘুমিয়ে যায় স্বপন। দুপুরের সময় হয়ে গেলেও দোকান বন্ধ থাকায় মালিক রঞ্জন ফার্মেসীতে এসে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভিতর থেকে স্বপন এর লাশটি উদ্ধার করে।

নিহত স্বপন বাটোরা আদমপুর গ্রামের অষ্টগ্রাম থানার কিশোরগঞ্জ জেলার দ্রুবেন্দ্র বৈষ্ণব এর ছেলে। সেফা ফার্মেসীর মালিক রঞ্জন জানান, ৪ বছর যাবত স্বপন তার দোকানে শ্রমিক হিসাবে কাজ করে।

হবিগঞ্জ সদর থানা এস আই কাউছার আহমেদ তোরন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যের কারণ জানা যাবে।