জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যাকাণ্ড মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যাকাণ্ড মামলার পলাতক আসামি, আওয়ামী লীগ নেতা ও ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

 

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান কিংবা সেকেন্ড অফিসার (এসআই) আমিনুল ইসলাম — কেউই গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

 

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে একটি মিশুক গাড়িতে করে পুলিশ নিয়ে যাচ্ছে—এমন ছবি ভাইরাল হয়। অনেকেই ছবিটি শেয়ার করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলে দাবি করেন।

 

ফেসবুকে পোস্টকারীদের মধ্যে স্থানীয় সংবাদকর্মী, বিএনপি নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করতে থাকেন।

 

অন্যদিকে, আওয়ামী লীগ নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজন—দেশ-বিদেশ থেকে এই ঘটনাকে “মিথ্যা মামলায় অন্যায় গ্রেফতার” বলে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন সামাজিক মাধ্যমে।

 

সন্ধ্যার দিকে ৫নং দৌলতপুর ইউনিয়নের বিট ইনচার্জ (এসআই) জিয়াউর রহমান তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে তিনটি ছবি পোস্ট করে চেয়ারম্যান মঞ্জু কুমার দাসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।