19.3 C
Habiganj
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

Habiganj News

Habiganj News is the most popular online media and newspaper in the Habiganj district. It serves the latest news of Habiganj district.

বানিয়াচংয়ে ছাত্রীর ওড়না ধরে টানা হেচড়া

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

জুয়েল রহমান: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নবম শ্রেনীর স্কুল ছাত্রীর ওড়না ধরে টানাহেচড়া করার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে।

ছাত্রীর সহপাঠিরা এ ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসী কায়দায় পিঠিয়ে রক্তাক্ত জখম করেছে মেহেদী ও তার লোকজন।

অভিযুক্ত মেহেদী মিয়া(২১) দোকানটুলা গ্রামের আমির আলীর পুত্র।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের তোপখানা মাদ্রাসা এলাকায়।

বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর নির্যাতিত ওই ছাত্রী ঘটনার পরপরই ৫ জন কে অভিযুক্ত করে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, তোপখানা মাদ্রাসার তিন রাস্তার মোড় এলাকায় বখাটেদের আড্ডা বসে দিন-রাত। ঘটনার সময় নির্যাতিত ছাত্রী প্রাইভেট পড়া শেষে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সহপাঠিদের সাথে যাওয়ার সময় অভিযুক্ত মেহেদী পথরোধ করে অশ্লীল অঙ্গভঙ্গি করে।

হতভম্ব ওই ছাত্রী প্রতিবাদ করলে অভিযুক্ত মেহেদী ওড়না ধরে টানাহেচড়া করে।

ছাত্রীর সহপাঠিরা ঘটনাটি প্রত্যক্ষ করে প্রতিবাদ জানালে, মেহেদী তাদেরকে কিলঘুষি মেরে জহম করে।

এ সময় পথচারী ও ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত মেহেদী চিৎকার করে তার নিজের লোকজন নিয়ে ছাত্রীর সহপাঠিদের উপর রড ও লাঠি নিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে।

বখাটে ও তার লোকজনের সন্ত্রাসী হামলায় সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র প্রভাস সরকার(১৫),শিহান মিয়া(১৭) ও শামীম মিয়া (১৬) আহত হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী(১৬) জানান, বুধবার সকালেও ওই বখাটে মেহেদী আমার পিছু নিয়েছিলো। আমি এসময় প্রতিবাদ করায় আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলো। আমি এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করছি প্রশাসনের নিকট।

সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সুপারিডেন্টেন আবু মোহাম্মদ বশির খান জানান, ঘটনা শুনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে আলাপ করে ঘটনার সত্যতা পাই। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ঘটনা অবহিত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশে আইনি পদক্ষেপ গ্রহন করেছি। এ ঘটনার উপযুক্ত বিচার না হলে এলাকায় এধরনের অপরাধ মাথাচাড়া দিয়ে উঠবে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা করে যাচ্ছে।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ঘটনার ব্যাপারে অবহিত আছেন জানিয়ে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্টদের বলে দিয়েছি। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য থানা প্রশাসনকে বলে দিয়েছি।

- Advertisement -

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

22,341FansLike
1,342FollowersFollow
5,234FollowersFollow
3,542SubscribersSubscribe

জনপ্রিয় সংবাদ

আরো কিছু সংবাদ
Related

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

বিল্লাল আহমেদ: লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ...

কেন্দ্রীয় আ’লীগের উপকমিটিতে ব্যারিস্টার ইফাত জামিল

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোঃ...

বাপা হবিগঞ্জের হাওরে অবস্থান কর্মসূচি পালন

বিল্লাল আহমেদ: হাওরে কলকারখানা স্থাপন এর কারণে জমির পরিমাণ...

আজমিরীগঞ্জে দুই জুয়াড়ির কারাদণ্ড

ফরহাদ চৌধুরী: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অনলাইন ভিত্তিক তীর শিলং জুয়া...