২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে প্রেমিকাকে মোবাইল কলে রেখে প্রেমিকের আত্মহনন

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিজের প্রেমিকার সাথে মোবাইলে কথা বলতে বলতে আত্মহনন করেছেন এক তরুণ।

নিহত তরুণ সাইফুল ইসলাম খা (২০)। সে উপজেলার দত্তপাড়া গ্রামের আজম খা‘র পুত্র।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে (৩০ মে) নিহতের বসত বাড়িতে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রী সাইফুল ইসলাম খা একজন শান্তশিষ্ট তরুন ছিলেন।
রাজমিস্ত্রী কাজ করতে গিয়ে সিলেটের একজন তরুণীর সাথে সাইফুল খা‘র পরিচয় হয়েছিল।

পরিচয়ের সূত্রে এক সময় মন দেওয়া নেওয়া থেকে দু‘জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
ইদানীং সাইফুল কুমিল্লা জেলায় কাজ করতে যাওয়া থেকে সাইফুল ও ওই তরুণীর মধ্যে মান-অভিমান চলছিল।

ঘটনার সময় তরুণীর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে মোবাইল কল চালু রেখেই সাইফুল খা বসত ঘরের চালার বাশের সাথে রশি ঝুলিয়ে আত্মহনন করেছেন।
শুক্রবার সকাল ১০টায় বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, কোন তরুণীর সাথে মোবাইল ফোনে কি কথা হয়েছিল তা তদন্তের মাধ্যমে বের করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।