২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:৪০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচং দারুল কোরআন মারকাযে বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত

আবদুর রউফ আশরাফ: আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৪ ঈসায়ী হতে দেশের কওমি মাদরাসার সর্ববৃহৎ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৪৪৪-৪৫ হিজরী ২০২৩-২৪ ঈসায়ী শিক্ষাবর্ষের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষা সারা দেশে একযুগে শুরু হয়েছে। বেফাক সুত্রে জানা যায়, এ বছরের কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ৪৬টি জোনের আওতায় ২,০৫৮টি কেন্দ্রে ৩,২৫,৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

তন্মধ্যে দারুল কোরআন বড় বাজার বানিয়াচং মারকাযে ২৩টি মাদরাসার সর্বমোট ২৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে এবং বোর্ড নিয়োগকৃত অভিজ্ঞ সহ সাতজন নেগরানের নিবিড় তত্ত্বাবধানে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরীক্ষা চলছে।

আজ সকাল সাড়ে ৮ টায় পরীক্ষা উদ্বোধন করা হয়, এসময় উপস্থিত ছিলেন, দারুল কোরআন মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা মুজীবুর রহমান, শিবপাশা মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল জলীল ইউসুফী, বাসিয়া পাড়ার মুহতামি মাওলানা শফিকুল রহমান, মাওলানা, সিরাজুল ইসলাম, মাওলানা আহমদ আলী, মাওলানা গোলাম কাদির, এমদাদ হক, মাওলানা মুস্তাক, মাওলানা নূরে আলম প্রমুখ।

বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতামিম ও শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।