দিলোয়ার হোসাইনঃ বানিয়াচংয়ে সিলেট সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্ত মানুষের জন্য আলেম উলামাদের উদ্যোগে ব্যাপক সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুন) আছরের নামাজের পর দারুল কোরআন মাদ্রাসা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বানিয়াচংয়ের প্রবীণ আলেমেদ্বীন আল্লামা আব্দুল বাছিত আজাদ।
মোনাজাতের পূর্বে ভানবাসি মানুষের সাহায্যে জন্য আগ্রত মুসল্লিদের নিকট থেকে অর্থ সংগ্রহ করা হয়।
মোনাজাত পূর্বে আলোচনা পেশ করেন শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, মাওলানা আতাউর রহমান,মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা মশিউর রহমান, মাওলানা গোলাম কাদির,, মাওলানা হাবিবুর রহমান,মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুতিউর রহমান প্রমুখ।
মোনাজাতে বন্যার্ত মানুষের জন্য জন্য মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া করা হয়।