১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ১দিনে ১০জনের মৃত্যু; উদ্বিগ্ন মানুষ

এমনিতেই করোনা মহামারিতে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে৷ তারমধ্য বানিয়াচংয়ে গত ২ আগস্ট একদিনেই বিভিন্ন রোগে ১০জনের মৃত্যু হয়েছে৷ আর এতে মানুষজন এখন বেশ উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব অনেকেই পোস্ট দিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

আর উদ্বিগ্নদের অনেকেই আজ ৩ আগস্ট বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টীকা নেওয়ার জন্য ভীড় করেছেন।

কার আগে কে টীকা নিবে এর জন্য নিবন্ধন যারা করেছেন তারা হুড়োহুড়ি করছেন বলেও জানা যায়।

প্রকাশ,বানিয়াচং উপজেলায় বিগত একমাস যাবৎ প্রতিটি ঘরে ঘরেই জ্বর,স্বর্দি,কাশ,শরীর ব্যাথা,মাথা ব্যাথার উপসর্গ নিয়েও করোনার পরীক্ষা না করিয়েই নির্লিপ্তভাবে ঘুরাঘুরি করেছেন অনেক মানুষ।

কিছু কিছু মানুষের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হলেও তাদের স্বজনরা বিষয়টি এড়িয়ে গেছেন বা সাধারন অসুস্থতা বলে চালিয়ে গেছেন।

খবর নিয়ে জানা গেছে, বানিয়াচংয়ে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২শ ৪৯জন। চিকিৎসাধীন রয়েছেন ১শ ৮০জন। সুস্থ হয়েছেন ৬৯জন।

বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১জন।
হবিগঞ্জ সিলেট কিংবা অন্য জায়গায় যারা মারা যাচ্ছেন তাদের হিসাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবের মধ্যে নাই।

১ আগস্ট বানিয়াচংয়ের ১ জন পুরুষ ও ১ জন মহিলা করোনায়া আক্রান্ত হয়ে মারা গেছেন। ২ আগস্ট যে ১০ জন মারা গেছেন এরমধ্যে কেউ কেউ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। কেউ বা করোনার বিভিন্ন উপসর্গ নিয়েই মারা গেছেন।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার বলেন, একদিনেই যে ১০ জন মারা গেছেন তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে সমস্ত রেকর্ড আমাদের কাছে নেই। হতে পারে কেউ কেউ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।