১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৭

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক আহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবলে নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার স্নানঘাট বাজারে নির্বাচন নিয়ে ফেসবুকে ষ্ট্যাটাসের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘন্টাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ে অাসেন।

জানা যায়, উপজেলার স্নানঘাট গ্রামের চান মিয়া মেম্বারের ছেলে তোফাজ্বল মিয়া উপজেলা নির্বাচনে অানারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে ষ্ট্যাটাশ দেয়। পরে নৌকা প্রতিকের সাবেক উপজেলা চেয়ারম্যান অাব্দুল হাইকে নিয়ে ফেসবুকে বাজে ষ্ট্যাটাশ দিলে একই গ্রামের যুবলীগ নেতা তবারক অালী কমেন্ট করে প্রতিবাদ করেন।

এর জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক অালীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে অাসেন।