হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার এখন তীব্র যানজটের কবলে। অপরিকল্পিত গাড়ি পার্কিংয়ের কারণে বাজারের প্রধান সড়কে প্রতিদিন যানজট লেগেই থাকছে, যা সাপ্তাহিক হাটের দিন ও ছুটির দিনে অসহনীয় পর্যায়ে পৌঁছায়। এতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বুল্লা বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে যত্রতত্র ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল এমনকি ব্যক্তিগত গাড়িও পার্ক করা হয়। বাজারের নির্দিষ্ট পার্কিং স্থান থাকা সত্ত্বেও সেখানে গাড়ি পার্ক না করায় সড়কের একটি বড় অংশ দখল হয়ে যায়। ফলে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়শই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই অপরিকল্পিত পার্কিংয়ের কারণে ছোটখাটো বচসা থেকে বড় ধরনের ঝামেলাও সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে সমস্যা হচ্ছে এবং পণ্য পরিবহনে বিলম্ব হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিদিন এই যানজটের শিকার হচ্ছি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো পৌঁছাতে পারে না, রোগীরা ভোগান্তির শিকার হন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত।”
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের উপস্থিতি একেবারেই নগণ্য বলে অভিযোগ করেছেন অনেকে। অপর্যাপ্ত জনবল এবং কার্যকর ব্যবস্থার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। বুল্লা বাজার কমিটির সদস্যরাও পার্কিং সমস্যার কারণে যানজট সৃষ্টির বিষয়টি স্বীকার করেছেন। দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বুল্লা বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এব্যাপারে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নবনির্বাচিত স়ভাপতি মোঃ বাদশা মিয়া জানান আমরা মাত্র দায়িত্ব পেয়েছি যথাসাধ্য চেষ্টা করব এসব সমস্যা সমাধান করার।