19 C
Habiganj
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

Habiganj News

Habiganj News is the most popular online media and newspaper in the Habiganj district. It serves the latest news of Habiganj district.

মনোহরদীতে সূর্যোদয় এর বাংলা বর্ষবরণ পালিত

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

আমিনুল ইসলাম, নরসিংদীঃ মনোহরদীতে সূর্যোদয় এর বাংলা বর্ষবরণ পালিত । ”শিক্ষা, একত, মানবকল্যান” এ স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলার মনোহরদী থানার আসাদনগর গ্রামে “সূর্যোদয় সমাজকল্যাণ সংস্থা” এর আয়োজনে এ বর্ষবরণ পালিত হয়েছে।

সংগঠনটির অর্ধ যুগ পূর্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। এতে পি.ই.সি, জে.এস.সি/জে.ডি.সি, এস.এস.সি / দাখিল, এইচ.এস.সি / আলিম সমমানের ১৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা এবং শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ২৫ জনকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সন্মাননা দেয়া হয়।

যাদের সম্মাননা দেয়া তাঁদের মাঝে উল্লেখযোগ্য আসাদনগর ফাজিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মোঃ আঃ বাতেন। অর্জুনচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিক জনাব আশরাফুন্নাহার দিলরুবা। সাবেক এটিও আঃ হক, সাবেক শিক্ষক জনাব মোঃ আমজাদ হোসেন মাষ্টার, সাবেক শিক্ষক জনাব মোঃ আইন উদ্দীন, সাবেক শিক্ষক জনাব মোঃ আলতাফ হোসেন(সামাদ), সাবেক শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম, সাবেক শিক্ষক ও মেম্বার জনাব মোঃ নুরুল ইসলাম, সাবেক মেম্বার জবাব মোঃ নুরুল ইসলাম, সাবেক মেম্বার জনাব মোঃ তোফাজ্জল হোসেন তোতা, সাবেক মেম্বার জনাব মো সামসুল আলম, সাবেক মেম্বার জনাব মোঃ আবুল বাশার, বর্তমান মেম্বার আলাউদ্দিন।

উল্লেখ্য যে সবাই একই গ্রামের মেম্বার। এছাড়াও রয়েছে সাবেক পুলিশ আবু হানিফা, সাবেক পুলিশ নুরুল ইসলাম খানসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানকে ৪ চার পর্বে ভাগ করা হয়ে। প্রথম পর্ব সকাল ৭.০০ থেকে ৯.০০ টা পর্যন্ত ১. কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২. কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ৩. কুইজ প্রতিযোগিতা ৪. বিতর্ক প্রতিযোগিতা।

মনোহরদীতে সূর্যোদয় এর বাংলা বর্ষবরণ পালিত

দ্বিতীয় পর্ব ৯.০০টা থেকে ১০ পর্যন্ত বেশাখী ভোজন। তৃতীয় পর্ব ১০.০০টা থেকে ১.০০ বালক বালিকা আলাদা ক্রীড়া প্রতিযোগিতা ও উন্মুক্ত পরুষ-মহিলা ক্রীড়া প্রতিযোগিতা। চতুর্থ পর্ব অতিথি বরণ,অতিথিদের বক্তব্য, সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃআমজাদ হোসেন মাষ্টা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব আব্দুর রউফ হিরন। অনুষ্ঠান উদ্ভোধন জনাব মোঃ ইব্রাহিম তালুকদার দিদার। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিদুুল বাহার খান প্রিন্সপাল স্কলাসটিকা মডেল কলেজ। বিশেষ আলোচক হিসাাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সারোয়ার শিকদার রাববী, প্রতিষ্ঠাতা পরিচালক অর্জুনচর শিকদারবাড়ি বুুুদ্ধি প্রতিবন্ধি স্কুল। চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা ফেরদৌসী খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা জনাব মোঃ কফিল উদ্দিন। জনাব মোঃ নুরুল ইসলাম খান সাবেক পুলিশ। জনাব আবু হানিফা সাবেক পুলিশ। জানাব জাহাঙ্গীর আলম কাইয়ুম। জানাব মোঃ রাসেল। মনোহরদী প্রেস ক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক মোঃ রাকিব, সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম, জনাব সাবানা আক্তার, মোশারফ হোসেন, জিল্লুর রহমান, মাসুদ রানা, এস.এম তানজিম আকন্দ সোহেল, মেহেদী হাসান তন্ময়, ইমতিয়াজ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালা করেন “ক্রাইম ভিষন ২৪ ডট কম” মনেহরদী উপজেলা প্রতিনিধি ও সূর্যোদয় সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম জনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যোদ সমাজকল্যাণ সংস্থা এর সেক্রেটারী মোঃ জাকির হোসেন প্রধান।

সূর্যোদয় সংগনের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আল-আমিন, আফজাল, ফয়সাল, দিপু, সাব্বির, রুবেল, মামুন, রিমন, জাহিদ, হিমেল, রনি, মাহফুজ, ফাহিম, আরমান, শরিফ, সুলতান, আশিক, শুভ, মাজাহারুল, সবুজ, মাহাবুর, শান্ত, ফারু, নয়ন, সোহরাব, মোমেন, রিফত।

উক্ত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রউফ হিরন আগাামী দিনে সূর্যোদয়ের সকল কল্যানমূলক কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং আলোর মিছিলে সহযোগিতা করার জন্য সামর্থ্যবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

- Advertisement -

প্রিয় পাঠক

আপনার আশেপাশের যে কোন সমস্যার কথা আমাদেরকে লিখে পাঠান। এলাকার সম্ভাবনার কথা, মাদক, দুর্নীতি, অনিয়ম আর সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যসহ পাঠিয়ে দিন আমাদের ই-মেইলে। ই-মেইলঃ habiganjnews24@hotmail.com

আমাদের সাথে থাকুন

22,341FansLike
1,342FollowersFollow
5,234FollowersFollow
3,542SubscribersSubscribe

জনপ্রিয় সংবাদ

আরো কিছু সংবাদ
Related

শনিবার “হাওরে অবস্থান কর্মসূচী” বাপার

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে আগামী শনিবার (৯ ডিসেম্বর) দুপুর...

বানিয়াচংয়ে চেক জালিয়াতির মামলা ঝর্না আক্তারের নামে

হবিগঞ্জের বানিয়াচংয়ে চেক ডিজঅনার মামলায় এক নারীকে ১০ মাসের...

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গাজী শাহজাহান চিশতী স্মরণে দোয়া মাহফিল

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাইয়ে সদ্য প্রয়াত সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, সাদা...

লাখাইয়ে নির্বাচনী ব্যানার, পোস্টার, ফেস্টুন নামিয়ে ফেলেন উপজেলা প্রশাসন

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের অভিযানে আওয়ামী লীগ...