১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বানিয়াচঙ্গে মসজিদের টাকার হিসাব নিয়ে ২ মেম্বারের বিরোধের জের ধরে  দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার ওমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় টেটাবিদ্ধ মহিলাসহ আহত হয়েছেন আরও ১০জন।  আহতদের মধ্যে গুরুতর টেটাবিদ্ধ অবস্থায় সরুফা বেগম (৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং অন্যান্য আাহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৬টায় উপজেলার পৈলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে জয় তালুকদার নামে এক দাঙ্গাবাজকে আটক করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

স্থানীয় সুত্র জানায়, উপজেলার পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য ওমর আলীর সাথে উল্লেখিত সময়ে মসজিদের টাকার হিসাব নিয়ে বাক-বিতন্ডা হয় একই গ্রামের বর্তমান ইউপি সদস্য হারিছ মিয়ার। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তাদের দু’পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। এতে সাবেক ইউপি মেম্বার ওমর আলীসহ আহত হন ১০জন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য আহতরা হল, জয়নাল আবেদীন (৩৫), স্বাধীন (১৪), হামদু (৫৫) ও বাবুল চৌধুরী (২৫)। বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক সংঘর্ষের  বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ছবি তুলতে স্থানীয় সাংবাদিকরা হবিগঞ্জ সদর হাসপাতালে গেলে তাদেরকে বাধা দেয় পৈলারকান্দি গ্রামের খোয়াজ আলীর পুত্র জয় তালুকদারসহ কয়েকজন যুবক। এ সময় ওই যুবকরা দায়িত্ব পালনরত সাংবাদিক ও চিকিৎসকদের সাথে অশোভন আচরণ করে। পরে খবর পেয়ে সদর থানার এস.আই শাহিদ মিয়া ঘটনাস্থলে পৌছে জয় তালুকদার (২০) কে আটক করে।