জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে কিশোরী ধর্ষনের অভিযোগে ৩ যুবক আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ভোররাতে তাদেরকে আটক করা হয়। দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলো উপজেলার বেলাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খুরশেদ আলী (১৬), বানিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মনির হোসেন (২০) ও বহরা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আবদাল মিয়া (২০)।

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জনৈক ১৬ বছর বয়সী কিশোরী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুরে তার নানার বাড়িতে থাকতো। বুধবার (২৩ জানুয়ারি) রাতে মেয়েটিকে ফুসলিয়ে স্থানীয় একটি ব্রীজের পাশে নিয়ে ধর্ষণ করে লম্পটরা। পরে স্থানীয় লোকজন ওই তিনজকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।