২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে সাবেক অফিস সহকারীকে মারপিটের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে আপন ভাই ও দুই ছেলের বিরুদ্ধে মারপিট করে আহত করা সহ মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ দাখিল করেছেন মাধবপুর ভূমি অফিসের সাবেক অফিস সহকারি মহাব্বত আলী।

এ ব্যাপারে মহব্বত আলী বাদী হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইজিপি জেলা পুলিশ সুপারসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়নের গিলাতলী গ্রামের মৃত জহুর আলীর ছেলে লস্কর আলী ও ভূমি অফিসের সাবেক অফিস সহকারী মহাব্বত আলী আপন ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে ইতিমধ্যেই লস্কর আলী আর ভাই মহব্বত আলীর দুই ছেলে মোঃ সোলমান হাজারী ও লোকমান হাজারী কে ছলে বলে কৌশলে তার দলে নিয়ে নেয় এরপর থেকেই একদল গঠন করে মহাব্বত আলীকে তার ছেলে সোলমান হাজারী ও লোকমান হাজারী কে দিয়ে মারপিট করায়, এমনকি ছেলেকে বাদি সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে মহাব্বত আলীকে জেল হাজত খাটায়। এ ব্যাপারে মহব্বত আলী নিরুপায় হয়ে বিভিন্ন দপ্তরে তাদের সহ কুচক্রী মহলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, মহব্বত আলীর এক পুত্রবধূকে বাদি সাজিয়ে মহাব্বত আলী সহ তার পরিবারের অপরাপর লোকদের আসামি করে মামলা দায়ের করিলে উক্ত মামলায় মহাব্বত আলী জেল হাজত খাটে। মহব্বত আলী ছেলেদের দলে নিয়ে লস্কর আলী তার বিষয় সম্পদ দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। লস্কর আলী তালিকাভুক্ত রাজাকার হওয়া সত্ত্বেও বহড়া ইউনিয়ন পরিষদ হইতে বয়স্ক ভাতা সুবিধা ভুগি একজন রাজাকার এ ব্যাপারে সরজমিনে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ভূমি অফিসের সাবেক অফিস সহকারী মহব্বত আলী।