মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হয়েছে।
মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজল রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, কাউন্সিলর আব্দুল হেকিম।
আজ সকাল ১১টায় ফুলকলি পৌর কিন্ডার গার্টেনে মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অধ্যক্ষ সাইফুল হক মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর অজিত কুমার রায়, আবুল বাশার, আব্দুল হেকিম প্রমুখ।