হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাষ্ট্র মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মৌজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্র মিয়া উপজেলার রাজেন্ডপুর গ্রামের শহীদ মিয়া চৌধুরীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত ২০১৮সালের একটি মাদক মামলায় কিশোরগঞ্জের সিনিয়র জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চলতি বছরের ৩ এপ্রিল রাষ্ট্র মিয়া কে ছয় মাসের সশ্রম কারাদন্ড দেন ।
এরপর থেকে পলাতক ছিল । গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সুজন শ্যাম বুধবার রাতে অভিযান চালিয়ে মনতলা মাধবপুর সড়কের মৌজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত আসামি রাষ্ট্র মিয়া কে আদালতে প্রেরন করা হয়েছে।