সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও চুনারুঘাট – মাধবপুর আসনের সংসদ সদস্য সৈয়দ কায়সারের জানাযা শনিবার (১২ ফেব্রুয়ারি) বাদ ফজর ইটাখোলার নোয়াপাড়া সাহেব বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ তার পারিবারের লোকজন, শুভাকাঙ্ক্ষীরা জানাযায় অংশগ্রহণ করেন। সৈয়দ কায়সার যুদ্ধপরাধ মামলায় অভিযুক্ত ছিলেন। তার বিচার প্রক্রিয়া চলমান ছিলো।
সরকারের সাবেক এই কৃষি প্রতিমন্ত্রী দায়িত্বকালীন সময়ে বিভিন্ন রকম উন্নয়ন কাজ বাস্তবায়নে ভুমিকা পালন করেছেন বলে জানা যায়।