জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক

মোবাইলে কথা বলতে গিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের শ্রমিক সাগর মাল (২৮) নামে এক যুবক তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে নিচে কাটা পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।

শনিবার (১৪ জুন) বিকাল সাড়ে ৩ টা দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায় , সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশনের নিকট পৌছলে , এসময় চা শ্রমিক সাগর মাল রেললাইন উপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন । হাঁটার সময় ট্রেনের হুইসেল এবং ট্রেনের শব্দ খেয়াল না করায় চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

ঘটনার খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে নিহতের মোবাইল ফোন উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ।