মোবাইলে কথা বলতে গিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের শ্রমিক সাগর মাল (২৮) নামে এক যুবক তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে নিচে কাটা পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
শনিবার (১৪ জুন) বিকাল সাড়ে ৩ টা দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সূত্রে জানা যায় , সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশনের নিকট পৌছলে , এসময় চা শ্রমিক সাগর মাল রেললাইন উপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন । হাঁটার সময় ট্রেনের হুইসেল এবং ট্রেনের শব্দ খেয়াল না করায় চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
ঘটনার খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে নিহতের মোবাইল ফোন উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ।