হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান রোডে আওলাদ হোসেন জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল বাদ জুম্মা প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন।
এ সময় এমপি আবু জাহির মসজিদটি নির্মাণ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন এবং সকলকেই যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কাজী মো. নাজমুল হোসেন। এ সময় মসজিদের দাতা সদস্য, স্থানীয় সর্দার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।