মো.নজরুল ইসলাম: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৪।
বিদ্যালয়ের স্বাভাবিক ক্লাস নষ্ট না করে প্রতি ক্লাসের প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করার উদ্যেশ্যে গত আগস্ট মাসের ১ম বৃহষ্পতিবার (বিকাল ২.০০-৪.০০ টা পর্যন্ত) থেকে শুরু হয় প্রতিভা অন্বেষন। ১ম দিন ৯ম শ্রেণি এই অনুষ্ঠান আয়োজন করে।এর পরের বৃহষ্পতিবার একই সময়ে ৮ম শ্রেণি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ ভাবে ৭ম,৬ষ্ঠ,ও ১০ম শ্রেণি এই অনুষ্ঠানের আয়োজন করে।প্রতিটি অনুষ্ঠানে ২জন শ্রেণি শিক্ষক তাদের সহযোগিতা করেন। প্রত্যেক শিক্ষার্থী তার পছন্দমত যে কোন বিষয়ে অংশগ্রহণ করে।
যে ক্লাসের অনুষ্ঠান সে ক্লাসের শিক্ষার্থীরাই দর্শক। প্রতি ক্লাসের প্রতিটি অনুষ্ঠান খুবই স্বত:স্ফুর্তভাবে ও প্রতিযোগিতামুলক ভাবে অনুষ্ঠিত হয়। কোন ক্লাস কত সুন্দর অনুষ্ঠান দেখাতে পারবে,শুরু হয় প্রতিযোগিতা। এর শেষ পর্ব ছিল গত কাল ১২ নভেম্বর মঙ্গলবারে।গত কালের অনুষ্ঠানটি ছিল আরো মনোমুগ্ধকর।সকল ক্লাসের সেরা প্রতিভাধারীরা এই অনুষ্ঠান আয়োজন করে।প্রতিভাধারী শিক্ষার্থীদের পরিচালনায়, পরিবেশনায় ও অংশগ্রহণে দিনটি শিক্ষার্থীদের আনন্দমুখর হয়ে উঠে।
প্রতিভাধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আবুল মঈন।
সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকবৃন্দ ও সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।