জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

রেঞ্জ ডিআইজির হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন

সিলেট রেঞ্জ পুলিশের সুযোগ্য ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স এবং রিজার্ভ অফিস পরিদর্শন করেন।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিআইজি পুলিশ লাইন্সে পৌছালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল হক খাঁন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফুল দিয়ে স্বাগত জানান।

 

পুলিশ লাইন্স মাঠে প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন ডিআইজি । ডিআইজি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

 

হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।

 

ডিআইজি জেলা পুলিশের রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, ব্যারাক, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডি স্টোর পরিদর্শন করেন। তিনি সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।