জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে অবৈধ জাল ধ্বংস অভিযান

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে হবিগঞ্জের লাখাই উপজেলার নওগাঁ হাওড়ে মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বিকেলে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ ৫০টি রিং জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মৎস্য আইনের লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. মাকসুদুল হক ভূঁইয়া, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার, লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমীন নওয়াজ, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, এসআই নুরুল ইসলাম, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

“মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলুন, মৎস্য সম্পদ রক্ষা করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অবৈধ এসব জালের ব্যবহার মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

অভিযানে জব্দকৃত জালগুলো জনসমক্ষে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পুলিশ ও আনসার বাহিনী একযোগে অংশগ্রহণ করে।