জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে মাছ কেনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ; আহত ২৫

হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই বাজারে মাছ কেনার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আহত ২৫ । আহতদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আধিপত্য বিস্তার ও তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়ানো রীতিমতো ঐতিহ্যে পরিণত হয়েছে লাখাই উপজেলায় যাহা পান থেকে চুন খসে পড়লেই দা, লাঠি, টেঁটা, ফলা ও বল্লমের মতো দেশীয় মারণাস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। যুগ যুগ ধরে চলা এসব গ্রাম্য সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের। আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকে।

২৬ শে নভেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যায় লাখাই বাজারে কামাল মিয়ার দোকানের সামনে নিরঞ্জন নামে একজন মাছ বিক্রেতা মাছ নিয়ে আসলে কামাল মিয়া মাছ কিনতে চাইলে অপরদিকে ওই মাছ জিলু মিয়া দামদর করলে কামাল মিয়া পাহারাদার জিলু মিয়ার সাথে কথা কাটাকাটি একপর্যায়ে কামাল ব্রাজিলের একটা ধাক্কা দিলে মারামারি সূত্রপাত ঘটে ।

ঐ ঘটনাকে কেন্দ্র করে মোঃ মারাজ মিয়াগং এর সাথে জিলু মিয়াগং এর দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।জিলু মিয়া লাখাই গাংপার হাটির আবু মিয়ার ছেলে এবং কামাল মিয়া স্বজন গ্রামের মলাই মিয়ার ছেলে।সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা কানেক পরে উভয় পক্ষের সংঘর্ষ নিয়ন্রনে আনে।সংঘর্ষে উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয়। আহতদের কে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে লাখাই থানা ওসি বন্দে আলী মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে।