মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সেবা সর্বত্র – এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা শনিবার (৩১শে অক্টোবর) দুপুরবেলা লাখাই থানা মিলনায়তনে র্যালি পরবর্তী আলোচনা সভা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং ওসি তদন্ত মহিউদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, লাখাই উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু।
শুরুতে পবিত্র কোরাআন থেকে তিলাওয়াত করেন মাওঃ মুহিবুর রহমান, গীতাপাঠ করেন আশীষ দাস গুপ্ত।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ বলেন, কমিউনিটি পুলিশিং এর বাস্তবায়ন বর্তমান সরকারের যুগান্তকারী প্রদক্ষেপ। মাদকের ক্ষেত্রে আমরা জিরো-টলারেন্স। যে কোন মূল্যে আমরা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে লাখাই উপজেলাকে মাদকমুক্ত উপজেলা গড়তে বদ্ধ পরিকর।