লাখাইয়ে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষক/ শিক্ষিকা ও সুপার ভাইজারদের দুইমাসের সন্মানী ভাতা বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) লাখাই উপজেলার শিক্ষক/ শিক্ষিকা ও সুপার ভাইজারদের ২ মাসের সন্মানী ভাতা বিতরন ও আলোচনা সভা সোমবার (২৩ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, শিক্ষা অফিসার মজনুর রহমান।
প্রকল্পের লাখাই উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান এর সন্চালনায় অনুষ্টিত সভায় শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওঃ শাহীনুর রহমান শাহীন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাতুল কবির লস্কর।
বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে,পুলিশ পরিদর্শক( এস,আই) ফজলে রাব্বি পজীপ কর্মকর্তা এ,কে,এম,শাহেদ প্রমুখ।
সভায় শিক্ষকবৃন্দের হাতে সন্মানী ভাতা তুলে দেন অতিথি বৃন্দ।