হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জেলার চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের লালচান চা বাগান এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে৷
সোমবার দিবাগত রাত ১২ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ পুলিশ পরিদর্শক (এসআই) দ্রুবেশ চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত ডাকাতরা হলো চুনারুঘাট উপজেলার গাভীগাও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহিন মিয়া ,হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র ফারুক মিয়া ও বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের মস্তুফা মিয়ার পুত্র তুহিন মিয়া৷
জেলা গোয়েন্দা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দ্রুবেশ চক্রবর্তী মানবকন্ঠকে জানান, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রঘুনন্দন পাহাড় এর লালচান চা বাগান এলাকায় অভিযান চালাই৷ এসময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করি৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অসংখ্য ডাকাতির মামলা রয়েছে বলেও তিনি জানান৷